সারা বিশ্বে ছড়িয়ে পড়া কোভিড-১৯ বা নভেল করোনা ভাইরাস সংক্রমণে যখন পোরো দেশ আতংকিত সেই মুহুর্তে বন্ধ হয়ে যাওয়া সকল যানবাহন সহ সকলকে ঘরে থাকার আহ্বান করেন বাংলাদেশ সরকার এমন পরিস্থিতিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছে আখাউড়া-চেকপোষ্ট সিএনজি স্ট্যান্ড এর সিএনজি শ্রমিকরা।
আজ (৩০ মার্চ) সোমবার বিকেল তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মায়াবী সিনেমা হল থেকে বাউতলা পর্যন্ত চলাচলকারী প্রায় ১০০ জন সিএনজি শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আখাউড়া-চেকপোষ্ট সিএনজি পরিচালনা কমিটি। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, আলু-২কেজি, পেয়াজ-১কেজি, চাউল-৫কেজি, মশুর ডাল-১কেজি।
খাদ্যসামগ্রী বিতরণ কালে আখাউড়া-চেকপোষ্ট সিএনজি পরিচালনা কমিটির সভাপতি মোঃ সুমন মিয়া বলেন, শুধু করোনা ভাইরাস নয় দেশে যেকোন দূর্যোগ পরিস্থিতিতে আমরা আমাদের শ্রমিকদের পাশে এভাবেই সব সময় থাকবো।
আখাউড়া-চেকপোষ্ট সিএনজি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন ঠান্ডু বলেন, সদ্য চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আতংকে সারা দেশের ন্যায় আখাউড়াতেও লগ ডাউন হওয়ায় আমাদের সকল যানবাহন বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চলতে সমস্যা হচ্ছিলো সিএনজি শ্রমিকদের তায় আমরা আমাদের কমিটির তহবিল থেকে আখাউড়া-চেকপোষ্ট রোডের প্রায় ১০০ শ্রমিকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করি।
তিনি আরো বলেন আমাদের পাশাপাশি সমাজের বৃত্তবান ও বিভিন্ন নেতাকর্মীদেরও পাশে থাকার আহ্বান জানান তিনি।
Leave a Reply