দিলীপ কুমার সাহা ,নিকলী
‘খুব সুন্দরবাবে ভোট দিছি। মেলা দিন পরে ইবার সুস্ত মতন বোট দিছি। কেউ বাদা দেয় নাই। নিজের ভোটটা নিজেই দিছি। ইবার ভোট দিয়া খুব মজা পাইছি।’ কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের সিংপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বের হওয়ার পর এ কথা বলেন গৃহবধু তাসলিমা আক্তার ,আরেক ভোটার রহিমা বেগম বলেন, সুষ্টু নির্বাচন অইছে। আমরা শান্তিমতন ভোট দিছি। ইবার কোনো গ্যাঞ্জাম অয় নাই। নিজের পচন্দের মার্কায় ভোট দিয়া খুব আরাম পাইছি।
গতকাল রোববার সকাল ১১ টার দিকে মধ্য টেংগুইরা হাজী আহম্মদ আলী দাখিল মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট দিতে অপেক্ষারত নারীদের লম্বা লাইন।কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সাফী উদ্দিন জানান, কেন্দ্রটিতে শুধু নারীদের চারটি বুথে মোট তিন হাজার ২৮৭জন ভোটের মধ্যে প্রায় এক হাজার ৮০০ ভোট পড়েছে। প্রিসাইডিং অফিসার জানান,সকাল থেকেই ব্যাপক হারে ভোটাররা আসছেন। এখানে ভোট পড়ার হার খুব ভালো। ওই কেন্দ্রের নৌকা ও ধানের শীষের প্রধান নির্বাচনী এজেন্টদের সাথে কথা বলে, তারা উভয়ই বলেন, খুব সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। উপজেলার অন্য কেন্দ্রগুলো ঘুরে যা দেখেছি, তাতে সুষ্টুভাবে নির্বাচন হচ্ছে বলে মনে হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে নিকলী সদর ইউনিয়নের জিসি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে নারী-পুরুষ ভোটারের সারি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সর্তক অবস্থায়। পরিদর্শনকালে নৌকার ও ধানের শীষ প্রার্থীর এজেন্টদের কাছে কেমন ভোট হচ্ছে ,জানতে চাইলে সবাই একই কথা বলেন,খুব সুষ্টু ভোট হচ্ছে। যার ভোট সে দিচ্ছে। সারাটা দিন এভাবে গেলেই হয়।
ভোট দিয়ে বের হওয়ার পথে ভোটার হোসেন মিয়া বলেন, এবার খুব সুষ্টু ভোট হইতাছে। যার ভোট সেই দিতে পারতেছে। ভোটের কোনো কারচুপি গ্যাঞ্জাম নাই। ভোটার কুদুচ্ছ মিয়া বলেন, অনেক দিন পর এবার একটু শান্তি মতো নিজের ভোটটা দিলাম। খুব সুন্দর ভাবে ভোট অইতেছে। এই অইলে ভোট দিতে মন চায়। নিজের ভোট নিজে দেওয়ার আনন্দই অন্য রকম। কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. আব্দুল রহমান মুহিমমের দেওয়া তথ্য মতে, ওই কেন্দ্রে সকাল ১০ টার মধ্যে ৪০% ভোট পড়েছে।
নিকলী উপজেলা সহকারী রিটারিং কর্মকর্তা (ইউএনও) মুছাম্মৎ শাহিনা আক্তার বলেন, নিকলীতে দুই-একটি ছোট ঘটনা ছাড়া নির্বাচন উৎসব মুখুর পরিবেশে অনুষ্টিত হয়েছে।
Leave a Reply