শুক্রবার (১৭ জুন) কিশোরগঞ্জ জেলা শহরের হোটেল ক্যাসেল সালাম ইন্টারন্যাশনাল এ আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান রুহুল মইন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান আব্দুল মতিন শিকদার ও সদ্য অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান ভুবন লাল ভারতী। অনুষ্ঠানে নতুন বোর্ড এর সদস্যদের শপথ পাঠ করান এপেক্স বাংলাদেশের জেলা-১ এর গভর্নর এপেক্সিয়ান মোঃ আনোয়ার হোসেন। উক্ত অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন এপেক্স ক্লাব অব কিশোরগঞ্জের অতীত সভাপতি এপেক্সিয়ান মোল্লা খায়রুল নোমানী।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান শেখ পারভেজ উদ্দিন আহমেদ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশন ডাইরেক্টর এপেক্সিয়ান ড. এসএম হাসান আলী, ন্যাশনাল ইয়ুথ এন্ড সিটিজেনশিপ ডাইরেক্টর এপেক্সিয়ান নুরুল আমিন চৌধুরী আরমান, ন্যাশনাল সার্ভিস ডাইরেক্টর এপেক্সিয়ান আনোয়ার হোসেন বাবু, ন্যাশনাল একশন ডাইরেক্টর এপেক্সিয়ান মনিরুল ইসলাম পান্না, ন্যাশনাল ট্রেজারার এপেক্সিয়ান ইশরাত জাহান হাসি, ন্যাশনাল প্রোগ্রাম চিফ কো-অর্ডিনেটর এপেক্সিয়ান এম সায়েম টিপু, জেলা-৩ গভর্নর এপেক্সিয়ান কামাল পাশা, জেলা-৪ গভর্নর এপেক্সিয়ান আবু হানিফ তুহিন, এপেক্স ক্লাব অব পল্লবীর প্রেসিডেন্ট এপেক্সিয়ান মাইনুল ইসলাম ও এপেক্স ক্লাব অব বারআওলিয়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান বিএম সোলাইমান, ক্লাবের ২০২২ বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ আনিসুর রহমান, সদ্য অতীত সভাপতি এপেক্সিয়ান প্রফেসর সাদেকুর রহমান, অতীত সভাপতি এপেক্সিয়ান মোঃ শাকির আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃ সাইফুল ইসলাম অপু, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান ডাঃ মোঃ সালাহউদ্দিন, সেক্রেটারি এপেক্সিয়ান মোঃ রাশেদুল হক রবিন সহ অন্যান্য ক্লাব সদস্যগণ।
পালাবদল অনুষ্ঠানে বিদায়ী বর্ষের প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রফেসর সাদেকুর রহমান তার কর্ম বর্ষের সেরা এপেক্সিয়ান হিসেবে ডাঃ মোঃ সালাহউদ্দিন কে এওয়ার্ড প্রদান করেন, এছাড়া সেরা বোর্ড ডাইরেক্টর হিসেবে এপেক্সিয়ান রাশেদুল হক রবিন কে এওয়ার্ড প্রদান করা হয়।
Leave a Reply