বে-আইনীভাবে গত ২৭ জুলাই সন্ধ্যায় বন্ধ করা হয়েছিল মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই চা বাগান। দীর্ঘ ১৪ দিন ধরে ধলই চা-বাগান খোলার দাবিতে কমলগঞ্জে বিভিন্ন চা বাগানে ও এই উপজেলা ছাড়াও অন্য কয়েকটি চা বাগানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে চা শ্রমিকরা। আর এই ধারাবাহিকতায় সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জের নূরজাহান চা-বাগানের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চা শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
নূরজাহান চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি তরনী ফুলমালির সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী, সহ-সভঅপতি গায়ত্রী রাজভর, সাধারণ সম্পাদক নির্মল দাশ পাইনকা, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদ সীতারাম বীন প্রমুখ। বক্তারা বলেন, বেআইনী ঘোষিত নোটিশ প্রত্যার করে অবিলম্বে ধলই চা বাগান খুলে যেন দেওয়া হয়।
Leave a Reply