মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১১:১৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কমলগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন

সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
  • ১৪৭ বার পড়া হয়েছে
উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) বেলা ২টায় এ বিদ্যালয় ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ। ধূপাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউর করিমের সভাপতিত্বে ও নুরুল মোহাইমিনের সঞ্চালনায় বিদ্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৪ আসন(কমলগঞ্জ-শ্রীমঙ্গল)-এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. এম এ শহীদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান, কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম, মৌলভীবাজার জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আখতারুজ্জামান,কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুর ইসলাম(রেনু), পতনউষার ইউনিয়নের চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু,কমলগঞ্জ উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ, কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম ও শমশেরনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর,সাংবাদি প্রনীত রঞ্জন দেব নাথ,নুরুল মোহাইমিন মিল্টন,সালাহ্উদ্দিন শুভ,রুহুল ইসলাম হৃদয় প্রমুখ।

কমলগঞ্জ উপজেলা এলজিআরডি প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্পের আওতায় ধূপাটিলা সরকারি প্রাথমকি বিদ্যালয়ের নব নির্মিত ভবনের উদ্বোধন হয়েছে। এর প্রাক্ষলন ব্যয় ছিল প্রায় ৬৬ লাখ টাকা।
বিদ্যালয় ভবন উদ্বোধন উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত হলে ফিতা কেটে বিদ্যালয় ভবনে প্রবেশ করে নবনির্মিত ভবনের নাম ফলক উন্মোচন করেন। আলোচনা সভার শুরুতে বিদ্যালয় প্রধান শিক্ষক নুরুল মোত্তাকিনের নেতৃত্বে শিক্ষক শিক্ষিকারা প্রধান অতিথি সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com