প্রথম ধাপে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার নির্বাচন কাল। ইতোমধেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
.
আওয়ামীলীগ, বিএনপিসহ ৪জন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ১২টি ওয়ার্ডে ৫১ হাজার ৮৬ জন ভোটার রয়েছেন এই পৌরসভায়। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ২৫টি কেন্দ্রে ১৪৭টি কক্ষে ভোট হবে। নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ ও আনসার সদস্যও পাশাপাশি ০৮ প্লাটুন বিজিবি, ০৩ প্লাটুন র্যাব, ১০জন নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে ৬টি ট্রাইকিং ফোর্স ও ৬টি মোবাইল টিম দায়িত্ব পালন করবেন।
সন্ধ্যায় নির্বাচনী সরাঞ্জম কেন্দ্রে কেন্দ্র পৌছানো হবে বলে জানিয়েছেন রির্টানিং অফিসার।
Leave a Reply