নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের পাকুন্দীয়া উপজেলার মান্দারকান্ধী এলাকায় কটিয়াদী- ঢাকা অঞ্চলিক সড়কের পাথর ভর্তি ট্রাক ও যাত্রী বাহি সিএনসি মুখমোখি সংর্ঘষে ঘটনা স্থলে ২জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়।
আহুতিয়া তদন্ত কেন্দ্রের অফিসার ইনর্চাজ শফিকুল ইসলাম জানান সকাল ৮টার দিকে এ দূর্ঘটনা ঘটে। খরব পেয়ে ঘটনা স্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে সুরতহাল তৈরীর পর নিহত স্বজনদের কাছে লাশ হস্থান্তর করা হয়। নিহতরা সকলেই কটিয়াদী ও পাকুন্দীয়া এলাকার বাসিন্ধা। এ ঘটনায় এলাকাই শোকের মাতাম চলছে।
নিহতরা সকলেই কটিয়াদী ও পাকুন্দীয়া এলাকার বাসিন্ধা। এ ঘটনায় এলাকাই শোকের মাতাম চলছে।
Leave a Reply