কিশোরগঞ্জের কটিয়াদী বাসষ্ট্যান্ড এলাকা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানধীন কটিয়াদি বাসষ্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক ব্যবসায়ী মোঃ কাউছার আহমেদ (২৮), পিতা মোঃ হোসাইন আহমেদ, সাং-সুন্দরপুর, থানা-চুনারুঘাট ও মোঃ শফি মিয়া (২৮), পিতা-হারুন মিয়া, সাং-লাদিয়া, থানা-শায়েস্তাগঞ্জ, উভয় জেলা-হবিগঞ্জ’দ্বয়কে আটক করা হয়।
এসময় তাদের হেফাজত থেকে ১২ কেজি মাদকদ্রব্য গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ২ টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা।
আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Leave a Reply