কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে ইয়াবা ও গাঁজা’সহ মো: কামরুজ্জামান বাদল (৫৫) নামে একজন কে আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে ৫শ পিস ইয়াবা ও ২শ গ্রাম গাঁজা এবং মাদকের কাজে ব্যবহৃত মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) রাতে এক প্রেস রিলিজে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই মাদক ব্যবসায়ীর উপর র্যাব নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালায় এবং তথ্যের সত্যতা পায়। সে অনুযায়ী আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ঘোণাপাড়া এলাকা হতে তাকে আটক করা হয়। সে করিমগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের মৃত আবদুল ওয়াহেদ মিয়ার ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান জানান, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ইয়াবা ও গাঁজা (মাদক) ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও জানান, আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply