কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার উজান ভরাটিয়া এলাকা হতে দুটি তক্ষক ও নগদ ২১ হাজার টাকা ও একটি মোবাইল সেট’সহ এক প্রতারককে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
আজ রবিবার (১১ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আসামী মতিউর রহমান (৩৬) কে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সে করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের উজান ভরাটিয়া গ্রামের মৃত আব্দুর গফুরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানিয়েছে, তক্ষকগুলো রাঙ্গামাটি হতে সংগ্রহ করে স্থানীয়ভাবে বিক্রয় করত। প্রতিটি কক্ষক সে ৪০ হাজার টাকা মূল্যে ক্রয় করে ৫ লক্ষ টাকা মূল্যে পর্যন্ত বিক্রি করত।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান (বিএন) জানিয়েছেন আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply