কিশোরগঞ্জ কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের লনাবাইত এলাকা হতে ৪০০ পিস ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
আজ (১৯ মে) মঙ্গলবার দুপুরে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানধীন ছয়সুতি ইউনিয়নের লনাবাইত এলাকায় একটি অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ শিশু মিয়া (৫৮), পিতা- মৃত হাজী শামসুল হক, সাং-লনাবাইত ও মোহাম্মদ আলী (৩৩), পিতা-মৃত চান মিয়া, সাং-নওয়াগাঁও, উভয় ইউপি- ছয়সতি, থানা-কুলিয়ারচর, জেলা-কিশোরগঞ্জ’দ্বয়কে আটক করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৪০০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ৪২০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
Leave a Reply