শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জের ছয়টি আসনে যারা মনোনয়ন পেলেন ধানের শীষের

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৮ নভেম্বর, ২০১৮
  • ৪৫৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

আসন্ন একাদশ জাতীয়  সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার  ৬টি  আসনের   ধানের শীষের  মনোনীত প্রার্থী হিসেবে গত  ২৭ নভেম্বর দলীয় মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি ।

নির্বাচনকে সামনে রেখে  জেলার ৬টি সংসদীয় আসনের চারটি আসনে একাধিক প্রার্থীকে ধানের শীষের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।

এ প্রসঙ্গে বিএনপির  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নীতিগত সিদ্ধান্ত নিয়ে আমরা  সারা দেশে এক-একটি  আসনে একাধিক প্রার্থী রেখেছি, যাতে একজনের সমস্যা হলে আরেকজন নির্বাচন করতে পারেন। ছয়টি আসনে বিএনপির প্রার্থীরা হলেন:

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ রেজাউল করিম খান চুন্নু।  তিনি ছাড়াও এ আসন থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শরীফ এবং জেলা বিএনপির জ্যেষ্ট যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলকেও  প্রার্থী রাখা হয়েছে।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনটিতে  মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এখানেও জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন কে প্রার্থী রাখা হয়েছে।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস। এখানেও  করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুরুদয়াল সরকারী কলেজের সাবেক  ভিপি সাইফুল ইসলাম সুমন কে প্রার্থী হিসেবে রাখা হয়েছে।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। এখানেও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি সুরঞ্জন ঘোষকে প্রার্থী রাখা হয়েছে।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনটিতে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। এ আসনে প্রয়াত সংসদ সদস্য মুজিবুর রহমানের   ছেলে মাহমুদুর রহমান উজ্জলকে প্রার্থী রাখা হয়েছে।

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে মনোনয়ন পেয়েছেন কিশোরগঞ্জ  জেলা বিএনপি সভাপতি মো. শরীফুল আলম।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com