কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক সিদ্দিক মিয়া হত্যা মামলায় একজনের মৃতুদন্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদন্ড দিয়েছেন।
আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষনা করেন। এ সময় আদালতে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি জুয়েল মিয়া ও যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত আসামি মো. মাহবুবুর রহমান রঞ্জু, জজ মিয়া ও রহিমা খাতুন উপস্থিতি থাকলেও মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত অন্য দুই আসামি মো. সাইফুল ইসলাম এবং মো. কাকন মিয়া পালাতক রয়েছেন। দন্ডপ্রাপ্ত সকল আসামি কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের বরমাই পাড়া এলাকার বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, বাজিতপুর উপজেলা বরমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলাচলের রাস্তা নিয়ে পূর্ব বিরোধের জেরে ২০১৬ সালের ২২ জানুয়ারি দুপুরে ওই রাস্তার উপর আসামিগন বাথরুম নির্মাণ করতে থাকে। এই ঘটনায় বিকেলে সিদ্দিক মিয়ার উপর হামলা চালায় এলাকার লোকজনের সহায়তায় সিদ্দিক মিয়াকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া পথে সিদ্দিক মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনার পরের দিন নিহত সিদ্দিক মিয়ার বড় ভাই মো. মনিরুজ্জামান বাদি হয়ে ৬ জনের নাম করে বাজিতপুর থানায় একটি মামলা রুজু করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে একই বছরের ৩০ জুন আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে।
Leave a Reply