কিশোরগঞ্জের বাজিতপুরে আট বোতল বিদেশী মদসহ মো. সমরাজ ওরফে ইরামিন (২৫) নামে এক যুবক’কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। গতকাল মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে বাজিতপুর উপজেলার পূর্ব পাটুলি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আসামী মো. সমরাজ ওরফে ইরামিন বাজিতপুর উপজেলার বলিয়ারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের মৃত শাহাবুদ্দির ছেলে। সে একজন মাদক ব্যবসায়ী।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply