কিশোরগঞ্জের মিঠামইনে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অবহিতকরণ সভার আয়োজন করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার আলীনুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া বেগম।
কিশোরগঞ্জ কারাগার-১ এ জেলের ভেতর কয়েদিদের ঝগড়া, মৃত্যু ১
কিশোরগঞ্জে একই রশিতে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
এসময় প্রসপারিটি প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরে বক্তারা বলেন, এই প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ মানুষকে অতিদরিদ্র অবস্থান থেকে বের করা এবং তাদেরকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনে ভূমিকা রাখা, নারী ও শিশুদের অধিকতর পুষ্টি অবস্থা নিশ্চিত করাসহ বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে টেকসই উন্নয়ন বাস্তবায়ন করা এই প্রকল্পের উদ্দেশ্য বলে জানান বক্তারা।
Leave a Reply