কিশোরগঞ্জ সদরের বৌলাই ইউনিয়নের ছয়না এলাকা হতে একশ পিস ইয়াবা সহ মো: আমজাদ হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের ছয়না এলাকা হতে মাদক ব্যবসায়ী মো: আমজাদ হোসেন (৩২), পিতা: হাজী মো: তাহের উদ্দিন, সাং- ছয়না, ইউপি- বৌলাই, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল একশ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply