জিয়াউর রহমানের প্রতি অবমাননাকর নাটক ‘ইমডেমনিটি’ নাটক নিষিদ্ধ করার দাবীতে কিশোরগঞ্জ জেলা জাসাস মানববন্ধন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে উদ্দেশ্যমূলকভাবে খাটো করার অপচেষ্টা ও অপপ্রচার চালানো হয়েছে বলে নাটকটি নিষিদ্ধের দাবীতে এ মানববন্ধন করা হয়।
রবিবার (৪ অক্টোবর) দুপুরে জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি খুরশেদ আলম আঙ্গুরের সভাপতিত্বে রথখলাস্থ ঈশাখাঁ রোডে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অসীম সরকার বাধন, সহ-প্রচার সম্পাদক তাজুল ইসলাম চপল, সদস্য মেজবাহ উদ্দিন শামীম, জেলা যুবদলের সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া জামান, জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম আহমেদ গোলাপ প্রমুখ। মানবন্ধনটি পরিচালনা করেন জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিমেল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা ‘ইমডেমনিটি’ নাটকটি অনতিবিলম্বে নিষিদ্ধ করার দাবী জানান।
প্রসঙ্গত বঙ্গবন্ধু হত্যার দায়মুক্তির প্রতিবাদে সম্প্রতি দেশের স্যাটেলাইট টেলিভিশন, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সম্প্রচার হয় নাটক ‘ইনডেমনিটি’। সম্প্রতি দেশের সরকারি-বেসরকারি একাধিক টিভি চ্যানেলে মান্নান হীরার ‘ইনডেমনিটি’ নাটক প্রচার করা হয়েছে। এর মাধ্যমে নাটকটিতে ’৭৫-এ জাতির পিতার নির্মম হত্যাকান্ডের পর রাষ্ট্রের ক্ষমতালোভী চক্রের পাকিস্তানের দোসরদের ক্ষমতা ভাগাভাগি এবং পর্দার আড়ালের ঘটনাও তুলে ধরা হয়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাজু খাদেম, ফজলুর রহমান বাবু, চিত্রনায়ক রিয়াজসহ অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মান্নান হীরা।
Leave a Reply