কিশোরগঞ্জে জুয়া খেলার আসর থেকে নগদ টাকা ও তাসের বান্ডেল’সহ সাত জুয়ারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। সাত জুয়ারীর মধ্যে একজন মাইজকাপন ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদরের মাইজকাপন ইউনিয়নের হাজিরগল সাকিনস্থ জনৈক বিল্লাল মিয়া(৩৫) এর টিনের বসতঘরের ভিতর হতে মোঃ লাল মিয়া(৫০), পিতা-মৃত আব্দুল মোন্নাছ, সাং-চৌধুরীহাটি, শেখ বিল্লাল(৫০), পিতা-মৃত আব্দুল বারিক, সাং-মাইজকাপন, মোঃ কাঞ্চান মিয়া(৪৮), পিতা-মৃত আব্দুল বারিক, সাং-মাইজকাপন কাচারিপাড়া, মোঃ আবু চাঁন(৫৫), পিতা-মৃত আব্দুল বারি চান্দু, সাং-হাজিরগল মাইজকাপন ৫। আহমদ(৩০), পিতা-সুলতান, সাং-হাজিরগল, মোঃ রুবেল মিয়া(২৮), পিতা-মৃত সেলিম মিয়া, সাং-বাদে মাইজকাপন, মোঃ কামরুজ্জামান বিপ্লব(৪৩), পিতা-শামসুজ্জামান, সাং-হাজিরগল, (৭ নং ওয়ার্ড বর্তমান মেম্বার), সর্ব ইউপি-মাইজকাপন থানা ও জেলা-কিশোরগঞ্জদের’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল জুয়া খেলার আসর থেকে নগদ ৪ হাজার টাকা ও তিন বান্ডিল তাস’সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply