কিশোরগঞ্জে ট্রেনের টিকিট কালোবাজারি করতে গিয়ে ৫ মাসের ব্যবধানে দুইবার আটক হয়েছে মোঃ সাইফুল ইসলাম (৪৫)। একই অপধারে চলতি বছরের ২২ মার্চ র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প তাকে আটক করেছিল।
মঙ্গলবার (১৭ আগস্ট) কিশোরগঞ্জ সদরের ফলপট্টি বিলপাড় ষ্টেশন রোড এলাকা হতে ২৪ (চব্বিশ) টি আসনের টিকিট’সহ তাকে আটক করে র্যাব-১৪, সিপিসি-২।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি কালো বাজারী চক্র কিশোরগঞ্জ সদর থানাধীন রেলওয়ে ষ্টেশন এলাকায় ট্রেনের টিকিট অনলাইন ও কাউন্টার থেকে অগ্রিম ক্রয় করে অবৈধভাবে নিজেদের কাছে মজুদ করার মাধ্যমে রেলের টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে ও পরবর্তিতে সাধারণ জনগনের মাঝে বেশি দামে উক্ত টিকিট বিক্রয় করে থাকে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত কালো বাজারী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া পায় র্যাব।
সেই প্রেক্ষিতে মঙ্গলবার (১৭ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ সদরের ফলপট্টি বিলপাড় ষ্টেশন রোড এলাকায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালো বাজারীর সাথে জড়িত মোঃ সাইফুল ইসলাম (৪৫), পিতাঃ মৃত তৈয়ব আলী, সাং- পূর্বতারাপাশা, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে গ্রেফতার করা হয়। তার নিকট হতে বিভিন্ন তারিখের কিশোরগঞ্জ টু ঢাকা, কিশোরগঞ্জ টু চট্টগ্রাম গামী ট্রেনের ২৪ (চব্বিশ) টি আসনেরর অগ্রিম টিকিট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: তথ্য দিলেই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার (বিএন) এম শোভন খান জানিয়েছেন- প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী রেলের টিকিট কালো বাজারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের করা হবে।
উল্লেখ্য যে, সোমবার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ রেলওয়ে চত্ত্বরে চুরি, ছিনতাই ও ট্রেনের টিকেট কালো বাজারি রোধ কল্পে আলোচনা ও মত বিনিময় সভা হয়। আলোচনা সভায় বক্তারা জানিয়েছেন এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের সম্পর্কে সঠিক তথ্য দিলে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হবে।
Leave a Reply