ডিজিটাল পোস্ট অফিসের কর্মচারীরা তিনগুণ ভাতা বৃদ্ধিসহ ১০ দফা দাবিতে গতকাল রোববার (১৮ অক্টোবর) কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন। দুপুর ২টায় কিশোরগঞ্জ প্রধান ডাকঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার ২০০ ডিজিটাল পোস্ট অফিসের অন্তত চার শতাধিক কর্মচারী অংশ নেন। বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন, কিশোরগঞ্জ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তৃতা করেন, জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ সংগঠনের আরও কয়েকজন নেতা। বক্তারা বলেন, করোনা কালে দেশের সব সেক্টরের লোকজন কিছু না কিছু প্রণোদনা পেয়েছে। কিন্তু তারা এই করোনার প্রণোদনা থেকেও বঞ্চিত হয়েছেন। তারা যে মানুষ, তাদের যে খেতে হয়, অভাব-অভিযোগ রয়েছে, তা ভুলে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সংগঠনের নেতারা জানান, তাঁদের মূল দাবি বর্তমান সম্মানি ভাতার তিনগুণ বৃদ্ধি। দুই মাসের ভাতার সম্মান দুটি উৎসব ভাতা। ইডি কর্মচারীদের চাকরিতে যোগদানের বয়স সর্বোচ্চ ৪০ ও অবসরের বয়স সর্বনিম্ন ৭০ বছর করাসহ ১০ দফা দাবি রয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, কিশোরগঞ্জ জেলায় প্রায় ২০০ ডিজিটাল পোস্ট অফিস রয়েছে। এগুলো আগে শাখা পোস্ট অফিস হিসেবে পরিচিত ছিল। এতে প্রায় ৬০০ কর্মচারী কর্মরত রয়েছেন।
Leave a Reply