মরহুম ডা: অধ্যাপক মনছুর খলীল স্পোটিং ক্লাবের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৪ জানুয়ারী) বিকেলে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মাঠে মরহুম ডা: অধ্যাপক মনছুর খলীল স্পোটিং ক্লাবের খেলোয়ারদের মধ্য থেকে টিম-এ ও টিম-বি দলের মধ্যে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজনবৃন্দ জানিয়েছেন মরহুম ডা: অধ্যাপক মনছুর খলীল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। তারা আরও বলেন তার অবদানের কারনেই কিশোরগঞ্জবাসী খুব দ্রুত এই মেডিকেল কলেজটির কাজ শেষ হয়েছে।
প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: মো: নজরুল ইসলাম। বিকেলে ৩টায় খেলাটি উদ্বোধন করেন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালের পরিচালক ডা:মো: এহসানুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা: বাদল ওয়াহাব। এছাড়াও মেডিকেল কলেজ ও হাসপাতালের অস্থায়ী কর্মচারী কমিটির সদস্যবৃন্দও উপস্থিত ছিল।
খেলা শুরুর আগে অতিথিবৃন্দ মরহুম ডা: অধ্যাপক মনছুর খলীলের কর্মজীবন নিয়ে আলোচনা করেন। তারা আহবান করেছেন প্রতি বছর ডা: অধ্যাপক মনছুর খলীলের স্মরণে এমন একটি আয়োজন যেন সব সময় হয়। এক্ষেত্রে তাদের সবসময় সহযোগিতা থাকবে।
প্রীতি ম্যাচে টিম-এ দল টিম-বি দলকে ৩ গোলে পরাজিত করে।
Leave a Reply