কিশোরগঞ্জে নিকলিতে বিদেশী রিভলবার ও গুলিসহ এক অস্ত্রধারীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
আজ সোমবার (১২ অক্টোবর) কিশোরগঞ্জ নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি এলাকা হতে অস্ত্রধারী মোহাম্মদউল্লাহ (৩৮), পিতা- মোঃ সামসুদ্দিন , সাং- ডুবি, ইউপি- সিংপুর থানা-নিকলী, জেলা-কিশোরগঞ্জ’কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল একটি আমেরিকার তৈরী বিদেশী রিভলবার এবং এক রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে দীর্ঘদিন যাবৎ জমি-জমা নিয়ে বিরোধের জেরে এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply