বাংলাদেশ মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ২০১৯-২০২০ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ঢাকা থেকে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে কিশোরগঞ্জ প্রান্ত থেকে সংযুক্ত হয় কিশোরগঞ্জ জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসঊদ, কিশোরগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মামুন অর রশীদ’সহ প্রমুখ।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনক কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসা ইন্দিরা, এমপি।
জেলা প্রশাসন কিশোরগঞ্জ ও উপ-পরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর কিশোরগঞ্জ এর আয়োজিত অনুষ্ঠানে জেলার ২১টি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি’কে চেক বিতরণ করা হয়।
Leave a Reply