কিশোরগঞ্জে কোভিড-১৯ এর প্রথম টিকা নিয়েছেন স্থানীয় সাংসদ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। আজ রবিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা কার্যক্রমের উদ্বোধনের পর প্রথমে নিজে টিকা নিয়েছেন এবং জেলাবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা. এহসানুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি পিপি শাহ আজিজুল হক, জেলা উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি ফাতেমা জোহরা আক্তার, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. আব্দুল ওয়াহাব বাদল প্রমুখ টিকা নিয়েছেন।
এদিকে কিশোরগঞ্জে সাংবাদিকদের মধ্যে প্রথম টিকা নিয়েছেন মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকা। পরবর্তীতে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি শরীফুল আলম’সহ আরও অনেকেই টিকা নিয়েছেন। টিকা নেওয়ার পর ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বলেন, ‘আমি টিকা নিয়েছি। আপনারা গুজবে কান দিবেন না। এখন পর্যন্ত আমার কোনো অসুবিধা হয়নি।
আজকে পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় প্রায় ৭ হাজারের উপর টিকার রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। প্রথম দিন জেলায় সর্বমোট ৫৮৭ জন টিকা গ্রহণ করেছে। প্রথম ধাপে ১৫ ক্যাটাগরির মানুষ টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
Leave a Reply