বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। এ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী এর আয়োজনে আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেক কাটা ও আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি দিলারা বেগম আসমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান।
জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগমের সঞ্চালনায় মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি খালেদা ফেন্সী, জিন্নাত আক্তার রুনু, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মাছুমা আক্তার, দপ্তর সম্পাদক ডাঃ রুবি ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক সুমাইয়া আক্তার রুনা, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মাহফুজা আরা পলক, শ্রম সম্পাদক মনোয়ারা বেগম জলি, ধর্ম বিষয়ক সম্পাদক দেলোয়ারা বেগম, সদস্য এ্যাড. জেসমিন আরা মনি, খালেদা বেগম ও গীতা রানী ঘোষ’সহ মহিলা আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় লাল তীর আলু উৎপাদনে রেকর্ড
Leave a Reply