কিশোরগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরীর নির্দেশনা মোতাবেক শহরব্যাপী আবশ্যিকভাবে মাস্ক পরিধানের উপর বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাহামুদুল হাসান। ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসন আবশ্যিকভাবে মাস্ক পরিধানের নিমিত্তে শহরব্যাপী মাইকিং, গণযোগাযোগ মাধ্যম এবং ফেইসবুক পোস্টের মাধ্যমে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।
আজ (৯ মে) শনিবার এ অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক পরিধান না করার জন্য দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রায় ২৫জনকে ২শ টাকা করে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক পরিধানের গুরুত্ব সম্পর্কে অবগত করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা মোকাবেলায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply