করোনার সংক্রমণ রুখতে দেশব্যাপী চলছে অঘোষিত লকডাউন। শ্রমজীবী মানুষ আজ দিশেহারা। দেশের এ ক্রান্তিলগ্নে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে কিশোরগঞ্জ ভিত্তিক একটি সামাজিক সংগঠন “টং এর আড্ডা ফাউন্ডেশন।”
আজ (১ এপ্রিল) বুধবার কিশোরগঞ্জ জেলা শহরের তারাপাশা, মহিনন্দসহ শহরের বিভিন্ন জায়গায় সংগঠনটি শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখা এবং পরিষ্কার পরিছন্ন থাকতে জনসচেনতামূলক প্রচারণা চালায়। সংগঠনটির এই ত্রাণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় সংগঠনের উদ্যোক্তারা।
ইতিমধ্যেই তারা দ্বিতীয় ধাপের কাজ শুরু করেছে। এই পর্যায়ে আরো তিনশ পরিবারের কাছে ত্রাণ পৌঁছানোর কাজ করে যাচ্ছে সংগঠনটি।
Leave a Reply