পুলিশের মহাপরিদর্শক ডা. বেনজির আহমেদ (১অক্টোবর) বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় রাষ্ট্রপতির স্বপ্নের সড়ক ইটনা-মিঠামইন-অষ্ট্রগ্রাম (৩৫ কি:মি) অল ওয়েদার সড়কের বিভিন্ন অংশ পরিদর্শন করেন।
এছাড়াও তিনি মহামন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের নিজ বাড়ি কামালপুরে যান। সেখানে কিছু সময় কাটান। এর আগে তিনি দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারে কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদরে আসেন । সেখানে উপজেলা খেলার মাঠে গার্ড অব অনার শেষে নিকলী বেরিবাধের পাশে ঘোড়াউত্রা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার উপভোগ করেন। পরে তিনি ষ্টিমার নিয়ে নৌ পথে সফর সঙ্গীদের নিয়ে মিঠামইনের উদ্দেশ্যে রওনা দেন। মিঠামইনে রাত্রী যাপন শেষে শুক্রবার ঢাকায় ফিরেছেন।
মহাপুলিশ পরিদর্শকের সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন, ঢাকা রেঞ্জের ডি আই জি মোঃ হাবিবুর রহমান বিপিএম, তেজঁগাও জোনের ডিসি হারুন অর রশিদ সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। স্থানীয়ভাবে নিকলী ও মিঠামইনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএমবার, সহকারী পুলিশ সুপার (সার্কেল) এ এস এম আজিজুল হক, মিঠামইন উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া, জেলা পরিসদের সদস্য বাবু সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির রাব্বানী।
এছাড়াও মিটামইন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অন্যদিকে নিকলী উপজেলার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না, উপজেলা চেয়ারম্যান রুহুল কুদ্দুছ জনি, সদর ইউপি চেয়ারম্যান শাহরিয়ার আহমদ তুলিপ, ওসি শামছুল আলম সিদ্দিকী সহ বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply