কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপ-সহকারি কৃষি অফিসার হোসেনপুর উপজেলার মুদাসিল হায়দার আলমগীর। গত মঙ্গলবার (১৯শে জানুয়ারি) কিশোরগঞ্জ কৃষি সম্প্রসাণ অধিদপ্তরের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষে উপ পরিচালকের কার্যালয়ে ডিএই জেলার বিভিন্ন পর্যায়ে সম্মাননা প্রদান করা হয়। এতে জেলার শ্রেষ্ঠ উপজেলা কৃষি
উপ-সহকারী অফিসার নির্বাচিত হয়েছেন হোসেনপুর উপজেলার উপ-সহকারী কৃষি অফিসার মুদাসিল হায়দার আলমগীর।
কিশোরগঞ্জের উপ পরিচালক মো. সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বশির আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ আবু আদনান, হোসেনপুর উপজেলার কৃষি অফিসার এমরুল কায়েস প্রমুখ। প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ কৃষি কর্মকর্তা, উপ-সহকারি কৃষি কর্মকর্তাদের হাতে সম্মাননার ক্রেষ্ট তুলে দেন।
Leave a Reply