হোক প্রতিবাদ, সকল অশুভ শক্তি নিপাত যাক, ফাসি চাই ফাসি চাই, ধর্ষকদের ফাসি চাই স্লোগানে কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার সমন্বিত প্লাটফর্ম, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও র্যালীর আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে ৫ শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন ১৯ টি স্বেচ্ছাসেবী সংঘটনের সভাপতি, সেক্রেটারী ও প্রতিনিধিবৃন্দ। ধর্ষকদের বিরুদ্ধে এক, দুই, তিন, চার- ধর্ষক তুই বাংলা ছার কন্ঠে প্রতিবাদী স্লোগান করে নারী এবং পুরুষ স্বেচ্ছাসেবীবৃন্দ। এ সময় স্বেচ্ছাসেবী ফোরামের এডমিনগণ সকল অংশগ্রহনকারীর মাস্ক নিশ্চিত করে ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহব্বান জানান। মানববন্ধনের র্যালীটি আখড়া বাজার, কালীবাড়ি, বটতলা হয়ে গুরুদয়াল সরকারী কলেজ মাঠ এবং মুক্তমঞ্চে এসে নীরবতা পালন করা করে এবং সকলে মিলে ৮ টি দাবি উপস্থাপন করে।
১. ধর্ষণ আইন পুনর্ঘটনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা।
২.ধর্ষনজনিত ঘটনা বা অপরাধের জন্য দ্রুত বিচার ট্রাইবুনাল গঠন ও দ্রুততম সময়ে বিচারের ব্যাবস্থা করতে হবে।
৩.ধর্ষিতার চিকিৎসা ও পূনর্বাসনের দায়িত্ব সরকারকে নিতে হবে।
৪.ধর্ষণ প্রতিরোধে আলাদা টাক্স ফোর্সের ব্যবস্থা করতে হবে।
৫.শহরের অলিতে গলিতে সি সি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।
৬.পূর্ববর্তী ধর্ষন বিষয়ক সকল মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
৭.দল, মত নির্বিশেষে ধর্ষককে বিচারের আওতায় আনতে হবে।
৮.এদেশের সকল নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
দাবী উপস্থাপনা শেষে কিশোরগঞ্জের ১৩ উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংঘটন ও স্বেচছাসেবীবৃন্দের আয়োজনে মানববন্ধনটি স্লোগানে স্লোগানে সমাপ্তি করা হয়।
Leave a Reply