কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ভিটিপাড়া এলাকা হতে আবু বাক্কার ও বাদল নামে প্রতারক চক্রের দু’জন জাল ডলারসহ আটক করা হয়। আজ(৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অভিযানে ১০০ ডলার মূল্য মানের ১৭৬টি জাল ডলারসহ আটক করা হয়েছে।
আটক হওয়া দুই প্রতারকের মধ্যে আবু বাক্কার কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের চারুয়াকান্দি গ্রামের মৃত আব্দুল রহিমের ছেলে এবং বাদল একই ইউনিয়নের বড় খালেরপাড়ের মৃত সাহেদ আলীর ছেলে।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার, বিএন এম শোভন খান জানান, কিছু অসাধু ব্যক্তি জাল ডলারের মাধ্যমে প্রতারণা করে আসছে, এই অভিযোগ বেশ কিছুদিন আসছিল। অভিযোগ বিষয়ে গোপনীয় অনুসন্ধান চালিয়ে অসাধু ব্যক্তিদের সনাক্ত করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জনেই জাল ডলার এর মাধ্যমে প্রতারণার কাজে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ব্যাপারে আটক দুইজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান লে. কমান্ডার, বিএন এম শোভন খান।
Leave a Reply