শামসুল আলম শাহীন
কিশোরগঞ্জ- হোসেনপুর ১ আসনে মনোনয়ন পত্র দাখিল করলেন জাতীয় গণতন্ত্রী পার্টির কিশোরগঞ্জ জেলার সভাপতি অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন। আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলার রির্টানিং অফিসার মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী হাতে মনোনয়নপত্র তুলেদেন মহাজোটের মনোনয়ন প্রত্যাশী গণতন্ত্র পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। এসময় দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বলেন, শোষকের বিরুদ্ধে আমি আজীবন লড়াই সংগ্রাম করে যাচ্ছি। এর অংশ হিসেবে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের শোষিত মানুষের পক্ষ থেকে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করছি, এ আসনের সর্বস্তরের মানুষের সমর্থন ও সহযোগিতা পাব।
Leave a Reply