বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:১১ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কুলিয়ারচরে মায়ের সাথে ঝগড়া করে এসএসসি ও এইচএসসি দুই শিক্ষার্থীর আত্মহত্যা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মায়ের সাথে ঝগড়া করে ১০ দিন ব্যবধানে এক কলেজ পড়ুয়া ছাত্র ও এক এসএসসি শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ১০ টার দিকে আলী আকবরী মহল্লায় নিজ বাড়িতে এবং গত শনিবার (২১ আগস্ট) বিকালে উপজেলার মাধবদী গ্রামের নিজ বাড়িতে অপর ঘটনাটি ঘটনা ঘটে।

এদের মধ্যে নিহত শাকিল (২১) কুলিয়ারচর পৌর এলাকা আলী আকবরী মহল্লার মোঃ খোকন মিয়ার বড় ছেলে। শাকিল ভৈরব হাজী আসমত কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্র এবং আব্দুল্লাহ ওরফে এবায়েদুল্লাহ (১৮) ছয়সূতী ইউনিয়নের মাধবদী গ্রামের আতাউর মিয়ার ছেলে। সে ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরিক্ষার্থী।

জানা যায়, আগের দিন সোমবার শাকিলের মোবাইল চুরি যায়। এরপর মঙ্গলবার সকালে মা সুলতানা বেগমের কাছে নতুন মোবাইল ফোন কেনার জন্য টাকা চাইলে, মায়ের সাথে ঝগড়া হয়। পরে একপর্যায়ে শাকিল নিজ রুমে ঢুকে সিলিং এর সাথে রসি বেঁধে গলায় ফাঁস নেয়। এসময় শাকিলের ছটফট চেচামেচির শব্দ শুনে আশপাশের মানুষ তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে, কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে নিহত আব্দুল্লাহ ওরফে এবায়েদুল্লাহর মোবাইল ফোন পানিতে পড়ে নষ্ট হয়ে গেলে, নতুন ফোন কেনার জন্য মায়ের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নতুন ফোন কেনার টাকা না পেয়ে বিষ পান করলে, তাকে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল নেওয়া হয়। পরে সেখানেই চিকিৎসারত অবস্থায় ওইদিনই সে মারা যায়।

এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মোঃ মিজানুর রহমান আত্মহত্যার ঘটনা দুটি নিশ্চিত বলেন, দুটি ঘটনায় কুলিয়ারচর থানায় পৃথক পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com