দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌরসভা নির্বাচন। তফসিল ঘোষণা অনুযায়ী ২০ ডিসেম্বর বিকাল ৫ টা পর্যন্ত ছিলো মনোনয়ন দাখিলের শেষ সময়। এর মধ্যে মোট ৫৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মেয়র পদে মনোনয়ন দাখিল করেছেন দুই জন। আওয়ামী লীগ থেকে সৈয়দ হাসান সারোয়ার মহসিন ও বিএনপি থেকে নূরুল মিল্লাত ।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে মনোনয়ন দাখিল করেছেন ১২ জন। এদের মধ্যে ১ নং থেকে ৪ জন। ২ নং থেকে ৩ জন এবং ৩ নং থেকে ৫ জন নারী কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন।
সাধারণ কাউন্সিল পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোট ৪২ জন। এদের মধ্যে ১নং থেকে ৫ জন। ২ নং থেকে ২ জন। ৩ নং থেকে ৫ জন। ৪ নং থেকে ৩ জন। ৫ নং থেকে ৬ জন। ৬ নং থেকে ৬ জন। ৭ নং থেকে ৪ জন। ৮ নং থেকে ৬ জন এবং ৯ নং থেকে ৫ জন। মোট ৪২ জন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেন।
কুলিয়ারচর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, আমরা মনোনয়ন ফরম বিতরণ করেছি মোট ৫৮ টি এর মধ্যে দাখিল হয়েছে ৫৬ টি। সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও, শেষ পর্যন্ত ৪২ জন দাখিল করেন। দুইজন দাখিল করেননি।
তিনি বলেন, মনোনয়ন যাচাই-বাছাই হবে ২২ তারিখ এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ২৯ ডিসেম্বর। এই পৌরসভায় ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে আগামী ১৬ জানুয়ারি ২০২১ তারিখে এবং মোট ভোটার রয়েছে ২৫,১৪৩ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১২,৬০০ জন, নারী ভোটার রয়েছে ১২,৫৪৩ জন ।
Leave a Reply