কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলা করার লক্ষ্যে কিশোরগঞ্জ জেলা প্রশাসন সচেতনতামূলক সমাবেশ এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত জাহাঙ্গীরের মোড়ে সমাবেশে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, পৌর মেয়র মাহমুদ পারভেজ, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, জেলা চেম্বারের সভাপতি মুজিবুর রহমান বেলাল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাজুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক এনায়েত করীম অমি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, করোনা একটি বড় ধাক্কা আমরা এর আগে সামাল দিয়েছি। কিন্তু এখন মানুষের মাঝে সচেতনতার অনেক ঘাটতি দেখা যাচ্ছে, মাস্ক ব্যবহারে অনিহাও লক্ষ করা যাচ্ছে। ভাইরাস যেহেতু শুরুর দিকের মতো ভয়ঙ্কর হচ্ছে সেহেতু প্রথমবারের মোকাবেলার মতো সবাইকে প্রস্তুত থাকতে হবে। নতুবা আরোও অনেক জীবন হারাতে হবে।
সমাবেশ শেষে উপস্থিত সকলের মাঝে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল কাদির মিয়া, সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক, রোভার ও স্কাউট নেতৃবৃন্দরাও এসময় উপস্থিত ছিলেন।
Leave a Reply