বাগদান সেরেছেন ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া ইসলাম পুতুল। এবার প্রস্তুতি নিচ্ছেন বিয়ের। আগামী ২০ মার্চ ঢাকার একটি কনভেনশন সেন্টারে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বরের কানাডা প্রবাসী নুরুল ইসলাম। সেখানে তিনি সরকারি চাকরি করেন। পাশাপাশি ওয়েডিং ফটোগ্রাফির ব্যবসা করেন। হঠাৎ বিয়ের খবর দেয়ার বিষয়ে পুতুল জানান, পারিবারিকভাবে বিয়ে হচ্ছে। আট মাস আগে বিয়ের প্রস্তাব আসে। তবে আমাদের দুজনের দেখা হয়েছে তিন দিন আগে। নতুন জীবনে পদার্পণ করবো। সকলে দোয়া ও আশীর্বাদ করবেন।
‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে সেরা দশ শিল্পীর মধ্যে অন্যতম ছিলেন পুতুল। সাড়া জাগিয়েছিলেন সঙ্গীতপ্রেমীদের মনে। এরপর বেশ কিছু একক গান প্রকাশ করেছেন এই শিল্পী। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে স্নাতকোত্তর করেছেন পুতুল। গানের পাশাপাশি লেখালেখি করেন। এবার অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তার উপন্যাস ‘জোসনা রাতে বনে যেভাবে আমাদের যাওয়া হয়ে ওঠে না।
Like this:
Like Loading...
Related
Leave a Reply