কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আধাঁরে বোরো ধানের রোপন করা চারা জমি থেকে উপরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছাড়াও পদদলিত করে কাদা-পানির নিচে দেবে দিয়েছে শতশত ধানের চারা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের আছমা খাতুনের জমিতে এ ঘটনা ঘটে। এতে কৃষকের প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন ইজারাদার গোলাপ মিয়া।
জানা গেছে, জমির মালিক আছমা খাতুন ওই গ্রামের শহর আলীর মেয়ে। তার কাছে থেকে গত ছয় মাস আগে এক লাখ টাকায় ৩৫ শতাংশ জমি ইজারা নেন একই গ্রামের গোলাপ মিয়া নামের একজন কৃষক। এরপর গোলাপ মিয়া ধারদেনা করে গত রবিবার ওই জমিতে উচ্চ ফলনশীল জাতের বোরো ধানের চারা রোপন করেন। সোমবার দিবাগত গভীর রাতে একই গ্রামের মৃত আবদুল মান্নানের স্ত্রী জোসনা খাতুন নামের নারী কতিপয় দুর্বৃত্ত দিয়ে ওই জমি থেকে রোপন করা ধানের চারা উপরে নিয়ে পদদলিত করে নষ্ট করে দেয় শতশত ধানের চারা। মঙ্গলবার সকালে গোলাপ মিয়া জমিতে গিয়ে দেখতে পান রোপন করা ধানের চারা নেই। কিছু চারা মাটির নিচে চাপা পড়ে আছে এবং কিছু চারা এলোমেলো অবস্থায় পড়ে আছে। বিষয়টি ওই দিনই জমির মালিক আছমা খাতুনকে জানান গোলাপ মিয়া। এ ঘটনায় আজ বুধবার সকালে জোসনা খাতুনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো কয়েকজনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক আছমা খাতুন।
ক্ষতিগ্রস্ত কৃষক গোলাপ মিয়া বলেন, আমি গরীব মানুষ। ধারদেনা করে অনেক টাকা খরচ করে জমিতে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপন করেছিলাম। ধানের চারা নষ্ট করে ফেলায় আমার প্রায় ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। এখন আমার পথে বসে পড়ার অবস্থা হয়েছে।
জমির মালিক আছমা খাতুন বলেন, জোসনা খাতুন একজন ভূমি দুস্য ও প্রতারক। তার গুন্ডা বাহিনী দিয়ে মানুষের জমি দখল, ফসল কেটে নেওয়া ও নষ্ট করাই তার কাজ। এছাড়াও তিনি গোপনে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন নেশা জাতীয় মাদকদ্রব্য বিক্রি করে এলাকার যুবসমাজকে নষ্ট করছে। আমি ধানের ক্ষতিপূরণসহ এর উপযুক্ত বিচার দাবী করছি।
অভিযুক্ত জোসনা খাতুন বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া যায়নি। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply