মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

গ্রীষ্মের তাপদাহে কদর বাড়ছে সিরাজগঞ্জের আখ ও তাল শাঁসের

খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৬৮ বার পড়া হয়েছে

বাংলা ষড়ঋতুতে গ্রীষ্মকাল (বৈশাখ – জ্যৈষ্ঠ) প্রকৃতিতে আনে আমূল পরিবর্তন। গ্রীষ্মের তপ্ত গরমে জনজীবনে নেমে আসে স্থবিরতা। মানুষের তৃষ্ণা ও ক্লান্তি দূর করতে মৌসুমী ফলের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। সিরাজগঞ্জে আখ,তালের শাঁস,ডাব রয়েছে আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

তাপমাত্রা বাড়ার সাথে সাথে কদর বেড়েছে তালের শাঁসের। সিরাজগঞ্জের বেলকুচি ,রায়গঞ্জ, তাড়াশে পাওয়া যাচ্ছে এই সুস্বাদু পানি তাল। মৌসুমি ফল কিনতে দেখা যায় স্থানীয় বাজারগুলোতে। অনেক তরুণ পানিতাল খাওয়ার উদ্দেশ্যে দল বেঁধে ছুটে চলছে উপজেলার বিভিন্ন গ্রামে।

ঠান্ডা ও মিষ্টি জাতীয় এ ফল দামে কম হওয়ায় সকল শ্রেণীর মানুষের কাছে প্রিয় খাবার। তালের আকার অনুযায়ী পাইকারী শতাধিক তাল বিক্রি হয় ৭০০-১০০০ টাকায়। সেই হিসাবে প্রতিটা তাল গাছ থেকে গড়ে ১৫০-২০০ তাল পাওয়া যায়। স্থানীয় বাজারে প্রতিটা পানি তাল ১৫-২০ টাকায় বিক্রি হয়। ঢাকাসহ বিভিন্ন জায়গায় পানি তালের চাহিদা থাকায় সেখানেও সরবরাহ করা হচ্ছে সিরাজগঞ্জের পানি তাল।

বেলকুচির তাল বিক্রেতা ইউসুফ(২২) জানান, এবছর তালের ফলন ভালো হওয়াতে গাছের মালিকেরা লাভবান হচ্ছে । সেই সাথে আমাদের মতো অনেক বেকার যুবক মৌসুমি ফল বিক্রি করে পরিবারে কিছুটা আর্থিক সহায়তা করতে পারছি । করনা কালীন সময়ে কোন কাজ কর্ম না থাকায় ও কলেজ বন্ধ থাকায় এই ব্যাবসা করছি আমি ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ, তাড়াশ, কামারখন্দ উপজেলায় আখ চাষের প্রচলন দীর্ঘদিনের। সিরাজগঞ্জের আখ দিয়ে তৈরী হয় উন্নতমানের চিনি,পাটালি গুড়। তৃষ্ণা নিবারণে ও আখের রসের জুড়ি নেই। সিরাজগঞ্জের আখ জেলার চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। সারাদেশের পাইকারী ব্যবসায়ীরা ট্রাক/লড়ি নিয়ে আখ নিয়ে যায় দেশের নানা প্রান্তে।

রায়গঞ্জের তরুণ আখ চাষী জাহিদ হাসান (৩৫)কে জানান গত বছর করোনা মহামারি শুরুর পর থেকে আখের বাজার অনেকটা ভালো। বাজারে প্রচুর চাহিদা থাকায় কৃষকেরা নায্যমূল্য পাচ্ছে। তাছাড়া আখ একবার রোপণ করলে বছরে তিনবার ফলন পাওয়া যায় তুলনামূলক অন্যান্য ফসলের চেয়ে আখ চাষে খরচ কম। যার ফলে বেকার যুবকরা আখ চাষে মনোনিবেশ করছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2024 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com