ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস আর শৈত্য প্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে সিরাজগঞ্জের সাধারণ মানুষ। গত ৪ দিন সূর্যের মুখ দেখেনি সিরাজগঞ্জের মানুষ। কনকনে ঠান্ডায় চরম ভোগান্তিতে পড়েছে শ্রমজীবী, নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। সেইসঙ্গে শীতজনিত রোগী বাড়ছে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে।
প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না। প্রচন্ড শীতে ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে। দরিদ্র ও শ্রমজীবীরা মানুষরা পড়েছে চরম দুর্ভোগে।
কুয়াশার জন্য যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক ও অঞ্চলিক সড়ক দিয়ে সকালে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
Leave a Reply