ঘুষখোর
ঘুষ খেয়ে দুলাভাই তোমার পেটটা করেছ মোটা।
ঘুষখোরের শালা বলে লোকে দেয় আমায় খোটা।
.
ঘুষের টাকায় করেছ গাড়ি বাড়ি,
কোনদিন জানি চলে যায় তোমার ঘুষের চাকুরী।
চাকুরীটা চলে গেলে,
যেথে হবে ফিরে পুরানো সেই বাপের বিটা।
.
অসৎ উপায়ে উপার্জন,
এযে বড় দোষ।
তাতে হতে পারে তোমার কঠিন ও অসুখ,
যদি হয় ক্যান্সার টাকায় আসেনা আনসার।
ক্যান্সার হলে পরে বাঁচে কজন বাপের বেটা?
Like this:
Like Loading...
Related
Leave a Reply