একটি দুটি নয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচে চার চারটি গোল করেছে ঝুমা আক্তার। টুর্নামেন্টে তার মোট গোল ৭টি।
বৃহস্পতিবার (০২ জুন) কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২২ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এই টুর্নামেন্টের আয়োজন সম্পন্ন করেছে। জেলার ১৩টি উপজেলা এবং পৌরসভাসহ ১৪ দলের বালক এবং বালিকা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
জানা যায়, বালিকাদের ম্যাচে টানা তৃতীয় বারের মত শিরোপা জিতেছে করিমগঞ্জ উপজেলা। ফাইনালে কিশোরগঞ্জ পৌরসভাকে ৪-০ গোলে হারিয়েছে তারা। টুর্নামেন্টে ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন করিমগঞ্জ উপজেলার ঝুমা আক্তার। এছাড়া ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সুচি আক্তার।
কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মো: আল-আমিন সবুজ জানান, জুমা’দের মতো ভালো ভালো খেলোয়ারদের হাত ধরে করিমগঞ্জ উপজেলা বালিকা দল টানা তিনটি শিরোপা জিতেছে। তাদের দলের খেলোয়াররা বিভিন্ন লীগে অংশ নিয়ে খেলছে।
তিনি আরও জানান, বিগত সময়ে তারা বিভাগীয় পর্যায়ে দু’বার রানার্স আপ হয়েছে। তারা ধীরে ধীরে ভালো করছে। আগামীতে তাদের নিয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবো আশা করি।
ইতিমধ্যে, ঝুমা (অনূর্ধ্ব ১৪) বালিকা জাতীয় ফুটবল দলে খেলেছে এবং দেশের বাইরেও (নেপালে) খেলতে গিয়েছিলো।
টুর্নামেন্ট শেষে ঝুমার হাতে সর্বোচ্চ গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা’র পুরস্কার তুলে দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ আফজল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা ক্রীড়া অফিসার আল আমিন সবুজ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম‘সহ অন্যান্যরা।
Leave a Reply