বুধবার, ৩১ মে ২০২৩, ১০:৪৭ পূর্বাহ্ন

নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জাতীয় পার্টির পতাকাতলে আসার আহ্বান জানিয়েছেন মুজিবুল হক চুন্নু 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩ এপ্রিল, ২০২২
জাতীয় পার্টির পতাকাতলে আসার আহ্বান জানিয়েছেন মুজিবুল হক চুন্নু 
কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন দলের দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
শনিবার (২ এপ্রিল) বিকাল ৫টার দিকে স্থানীয় সাংসদ জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু’র হাতে ফুলের তোড়া দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মুজিবুল হক চুন্নু’র রাজনৈনিক সমন্বয়কারী আমিরুল ইসলাম খান বাবলু,তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, উপজেলা জাতীয় পার্টির
যুগ্ম আবায়ক ও ধলা ইউপি’র চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন,দামিহা ইউপি’র সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির ভূঁইয়া,ধলা ইউপি’র সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মিল্টন,রাউতি ইউপি’র সাবেক চেয়ারম্যান শরীফ উদ্দিন জুয়েল,জাওয়ার ইউপি’র চেয়ারম্যান ইমদাদুল হক রতন,দিগদাইড় ইউপি’র চেয়ারম্যান আসাদ ভূঁইয়া,দামিহা ইউপি’র সাবেক চেয়ারম্যান মনিরুল হক আজহার,উপজেলা পুলিশিং কমিটির সভাপতি একেএস জামান সম্রাট প্রমুখ।
উপজেলার কাজলা গ্রামে নিজ বাড়িতে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) এলাকার সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুল হক চুন্নু বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩’শত আসনে এককভাবে প্রতিদন্ধিতা করবে। জাতীয় পার্টি এককভাবে জনগনের ভোটে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে। জাতীয় পার্টি ব্যাতীত বাংলাদেশে কোনও দলই ক্ষসতায় থাকতে পারবে না।
তিনি সদ্য যোগ দেয়া নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বলেন, সাবেক রাষ্ট্রপতি জনগনের অহংকার ৬৮হাজার গ্রাম বাংলার পল্লীবন্ধু মরহুম এইচ এম এরশাদের নিজ হাতে গড়া জাতীয় পার্টির পতাকাতলে আসুন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2023 Onenews24bd.Com
Site design by Le Joe
%d bloggers like this: