ময়মনসিংহে আব্দুল কাইয়ুম (৩২) নামে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মামলা করেছেন এক তরুণী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই তরুণী বাদী হয়ে মামলা করলে আব্দুল কাইয়ুমকে গ্রেপ্তার দেখানো হয়।
জেলার নান্দাইল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন। গ্রেপ্তার আব্দুল কাইয়ুম নেত্রকোণার লেপসিয়া পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি জামালপুর জেলায়।
ওসি মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চর উত্তরবন্দ গ্রামে আব্দুল মন্নাছ নামে এক ব্যক্তির বাড়িতে এক তরুণী ও কাইয়ুমকে আটক করে স্থানীয়রা। পুলিশ তাকে উদ্ধার করার পর শুক্রবার সন্ধ্যায় ওই তরুণী তার বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা করেন। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ওসি বলেন, আটক কাইয়ুম দাবি করেছেন তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজপত্র যাচাই করে ভুয়া প্রমাণিত হয়েছে।
Leave a Reply