কিশোরগঞ্জের তাড়াইলে জাতীয় পুষ্টি সপ্তাহে দুস্থ:দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মেসী বিভাগ চত্বরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ্য মহিলা বাছাই করে মোট ৬০ জনকে ঈদ উপলক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি সরিষার তেল ৫শ গ্রাম, ১কেজি পোলাও চাল,১কেজি চিনি, ১কেজি আলু, মুসুর ডাল ৫শ গ্রাম এবং ১টি সেমাই প্যাকেট প্রদান করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোনীতা দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্যসামগ্রী প্রদান করেন।এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.ফিরোজ মিঞা, ডা.মঞ্জুরুল ইসলাম, নার্সিং ইনচার্জ বিলকিস বেগম, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার সহ স্থানীয় গনমাধ্যমকর্মী।
Like this:
Like Loading...
Related
Leave a Reply