কিশোরগঞ্জের তাড়াইলে নূর অটিজম বিদ্যালয়ের প্রতিবন্ধী ২শতাধিক শিক্ষার্থীর মাঝে আমেরিকা প্রবাসী মাহফুজুল হক হায়দারের সৌজন্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
জানা গেছে, তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের সাররং গ্রামের নূর অটিজম বিদ্যালয়ে ২৯ শে এপ্রিল শুক্রবার বিকাল ৩ টায় ২শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নূর অটিজম বিদ্যালয়ের প্রধান শিক্ষক জোবায়ের হোসেন খানের সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুল হক হায়দার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক। তিনি সর্বদায় প্রতিবন্ধীদের পাশে আছেন। আমিও আমার সাধ্যমত প্রতিবন্ধীদের সাহায্য করব।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক আবুল বাশার, যমুনা গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান খোকন ভূইয়, নির্বাহী পরিচালক আবু জাহেদ, নূর অটিজম বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ ।
Like this:
Like Loading...
Related
Leave a Reply