দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৯৯৫ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৬ জন। যারা মারা গেছেন সবাই পুরুষ। তাদের মধ্যে রাজধানী ঢাকার সাতজন। এ নিয়ে মোট ভাইরাসটিতে মৃত্যু হলো ৩১৪ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৩৫ জন।
শনিবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৭৮২টি নমুনা পরীক্ষা করে ৯৩০ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া যায়।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ২৩৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৪ হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
Leave a Reply