নিকলীতে পুলিশের সহায়তায় নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা প্রতিবন্ধী খুশেদা বেগম। এখন থেকে থাকার জন্য তাকে আর কষ্ট করতে হবে না।
সারা দেশের ন্যায় মুজিববর্ষ উপলক্ষে গত (১০এপ্রিল) সকালে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত গৃহহীন পরিবারের ঘর পেয়ে খুশিতে আত্মহারা হয়েছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পূর্ব হাটি গ্রামের প্রতিবন্ধী নারী মোসাম্মৎ খুশেদা বেগম।
সোমবার সরজমিনে বিকেলে ছাতিরচর গেলে খুশিতে আত্মহারা হয়ে প্রতিবন্ধী মোসাম্মৎ খুশেদা বেগম বলেন, এতদিন ভাঙ্গা ঘরে ছিলাম, বৃষ্টি হলে পরের ঘরে গিয়ে রাত কাটাতে হতো , প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশদের মাধ্যমে মহান রাব্বুলামিন আমার দিকে মুখ তুলে তাকিয়েছেন। এখন দুই রোম বিশিষ্ট একটি পাকা ঘর পেয়েছি, পেয়েছি বাথরুম, গোসলখানা। এখন আর বৃষ্টিতে ভিজতে হবে না, বৃষ্টি হলে পরের ঘরে রাত কাটাতে হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশের জন্য দু’হাত তুলে দোয়া করি তিনি যেন অনেক অনেক বছর বেঁচে থাকেন এবং দেশের সেবা করে যেতে পারেন।
রবিবার (১০এপ্রিল) সকালে কিশোরগঞ্জ নিকলীতে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর হস্তান্তর ও দেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় উদ্বোধন ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন– ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) নির্দেশনায় নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ।
নিকলী থানার (তদন্ত) কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান খান, এসআই সোহেল রানা, এসআই মোঃ সাকিব হাসানসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তারা এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।
ছাতিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ার খাঁন চৌধুরী বলেন, ছাতিরচর ইউনিয়নের পূর্ব হাটি গ্রামের প্রতিবন্ধী নারী মোসাম্মৎ খুশেদা বেগম এক অসহায় ও ভূমিহীন। থাকে সব সময় ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন সুযোগ সুবিধাও দেওয়া হয়।
Leave a Reply