কিশোরগঞ্জের নিকলী উপজেলায় করোনার ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের পঞ্চম দিনে (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বিকেল তিনটা পর্যন্ত টিকা নিয়েছেন ৫৫৭ জন।
সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিকাদান কেন্দ্রে নিবন্ধিত ব্যক্তিরা টিকা নেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর পাশাপাশি সাধারণ মানুষ টিকা নিচ্ছেন। ৫৫৭ জন টিকা নেওয়ার মধ্যে ৩৯৯জন পুরুষ ও ১৫৮ জন মহিলা রয়েছে।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খাঁন নুরুদ্দিন মোঃ জাহাঙ্গীর জানান, গত ৫ দিনে নিকলীতে ৫৫৭ জন টিকা নিয়েছেন। তারা সবাই সুস্থ রয়েছেন। উপজেলা কমপ্লেক্স সূত্র জানায় প্রথম ধাপে উপজেলায় ৪ হাজারটি করোনার টিকা পাওয়া গেছে এর মধ্যে ২ হাজার জনকে টিকা দেওয়া হবে। জানা গেছে বৃহস্পতিবার বিকেলে নতুন করে আরো ২৩০ জন টিকা নিতে নিবন্ধন করেছেন।
Leave a Reply