কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এবার ভুট্টার আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। অধিক লাভের আশায় কৃষকরা এবার ভুট্টার আবাদ করেছে ৫ হাজার ৯৫০ একর জমিতে যা গতবছরের চেয়ে দ্বিগুণ। বাম্পার ফলন ভালো দাম পেয়ে খুশি চাষিরা
ধানের ফলন কম হওয়া ও নতুন বোরো ধান উঠার সময় ধানের দাম কম থাকায় উপজেলার ঘোড়াদীঘা, টেংগুরিয়া, সিংপুর, ভাটিবরাটিয়া, বরুলিয়া, কাচিকাটা, পাগলারচর, পরাইনারচর, দীঘলারচর, ছারিচর, মাধাইনগর হাওরে এবার কৃষকরা প্রচুর পরিমাণে ভুট্রার আবাদ করেছে। কৃষকরা জানান, আগে ওই সব জমিতে বোরো ধান, মিষ্টি আলু ও বাদাম চাষ করা হতো। প্রতি বছর ধান করে লোকসান হওয়ায় ওই সব জমিতে ভুট্টার আবাদ করেছে কৃষকরা।
বৃহস্পতিবার (৭এপ্রিল) সিংপুর ইউনিয়নের ঘোড়াদীঘা গ্রামের কৃষক স্বপন মিয়ার সঙ্গে কথা হয় স্বপন মিয়া বলেন ,কয়েক বছর ধরে বোরো ধানের চাষ করে আমিসহ এলাকার কৃষরা লোকসান দিচ্ছে। এ বছর আমার ১২ একর ধানের জমিতে ভুট্রা চাষ করেছি। প্রতি একরে ৯০ মণ করে ভুট্রা হয়েছে। ভালো ভাবেই ফসল তুলতে পারছি। প্রতি মণ ভুট্টা ১২০০ থেকে ১২৫০ বিক্রি করছি। সব খরচ বাদ দিয়েও দশ লাখ টাকা লাভ হবে। আমার মতো এলাকার অনেক কৃষক তাদের ধানের জমিতে ভুট্টা চাষ করেছেন।
সিংপুরগ্রামের কৃষক সুনামদ্দিন মিয়া বলেন, ভুট্রা চাষে লাভ বেশি। কারণ ভুট্টা ধানের একমাস আগে তুলা যায়, এ সময় কৃষি শ্রমিকের মজুরি থাকে কম। এ বছর ভুট্রার ফলন ভালো হয়েছে। দাম পেয়েছে ভালো। একই কথা বলেন, ইসব মিয়া তিনি ২০ একর জমিতে ভুট্টা চাষ করে খরচ বাদ দিয়ে ১৫ লাখ টাকা লাভ করেছেন। সিংপুর ইউনিয়নের কাবিল সর্দার বলেন, আমি সাত একর জজিতে ভুট্টা চাষ করেছি। সব খরচ বাদ দিয়ে ৫ লাখ টাকা লাভ হবে।
সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, ভুট্টা ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি ফুটলেও , আগাম পানিতে তলিয়ে যাচ্ছে হাওরের বোরো জমি, এ ছাড়াও বি-২৮ জমিতে চিটা না আসায় ও বি-২৯ ধানের শিষে আগা মরার কারণে কৃষকের মুখ মলিন হয়ে যাচ্ছে। নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ একই কথা বলেন, তবে সদরের বোরো ফসল রক্ষার বাধঁ গুলোতে আমিসহ এলাকার কৃষকরা সর্বদায় পাহাড়ায় রাখছি।
এ উপজেলায় বাণিজ্যিকভাবে মৎস্য চাষ, লেয়ার ও ব্রয়লার মুরগির ফার্ম ও গরু মোটা-তাজাকরণের জন্য স্থানীয়ভাবেও ভুট্টার ব্যাপক চাহিদা রয়েছে।
নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ধান চাষের চেয়ে ভুট্টার চাষে খরচ কম, লাভ হয় বেশি সে কারণে স্থানীয় কৃষকরা অর্থনৈতিকভাবে বেশি লাভের কথা চিন্তা করেই বেশি করে ভুট্টা চাষে আগ্রহী হয়েছে। গত বছর উপজেলায় ৩ হাজার ২০ একর জমিতে ভুট্টা আবাদ হয়েছিল। এ বছর আবাদ হয়েছে ৫ হাজার ৯৫০ একর জমিতে ভুট্টার আবাদ হয়েছে। এবার আবহাওয়া অনুকুলে থাকায় ভুট্টার ফলনও ভালো হয়েছে, দামও ভালো পাচ্ছে।
Leave a Reply