আজ সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্নার সভাপতিত্বে “মুজিব বর্ষের শপথ করি, প্লাস্টিক রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নিকলী উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে ভোক্তা অধিকার দিবস পালিত হয়।
এ সময় একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বাহির হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে র্যালীটি শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুছ ভূঞা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিরাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, সাবেক মুক্তিযোদ্ধা কমা-ার আবু বক্কর ছিদ্দিক,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. দুলাল, তথ্যসেবা কর্মকর্তা রোজিনা আক্তার, সাংবাদিক বৃন্দ, উপজেলার বিভিন্ন হোটেল মালিকগন প্রমুখ। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহমুদুল হাসানের।
Leave a Reply